২০১৬ সালে SSC দুর্নীতিতে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দায়ের মামলার শুনানি পিছিয়ে গেল। বেশ কিছু নতুন আবেদন জমা পড়ায় আদালত এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। তাদের নিজেদের বক্তব্য ৪ সদস্যের কমিটিকে জানাতে সুযোগ দেওয়ার জন্য শুনানি পিছনো হয়েছে। সোমবারের মধ্যে নিজেদের বক্তব্য কমিটিকে জানাতে হবে নতুন মামলাকারীদের। সুপ্রিম কোর্ট সূত্রে জানা গিয়েছে, এদিন অন্য একটি মামলার দীর্ঘ শুনানি রয়েছে। সেক্ষেত্রে SSC মামলার শুনানি ফের কবে হবে তা বেলা ২টোর পর জানাবে আদালত। তবে অগাস্টে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন আইনজ্ঞরা।