দেশ

আমফানের উদ্ধার কাজের সঙ্গে মদের বোতলের ছবি পোস্টে কড়া পদক্ষেপ স্বরাষ্ট্রমন্ত্রকের

আমফান তাণ্ডবে বিধ্বস্ত পশ্চিমবঙ্গে কীভাবে কাজ করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী তার সঙ্গে মদের বোতল ও চ্যাটের ছবি পোস্ট করা হয় স্বরাষ্ট্রমন্ত্রকের অফিসিয়াল ফেসবুক পেজে থেকে। আর তার জেরেই এবার মন্ত্রকের গোটা মিডিয়া ইউনিটকে সরিয়ে দিল স্বরাষ্ট্রমন্ত্রক। যে অফিসাররা স্বরাষ্ট্রমন্ত্রকের মিডিয়া ইউনিট সামলানোর দায়িত্বে ছিলেন, তাঁদের সবাইকেই সরানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র ডি জি বসুধা গুপ্তকে পিআইবি-র ফ্যাক্ট চেক ইউনিটের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে ডিরেক্টোরেট অফ অ্যাডভার্টাইজিং অ্যান্ড ভিজ্যুয়াল পাবলিসিটির অধীনস্ত ব্যুরো অফ কমিউনিকেশন-এর ডিরেক্টর জেনারেল নীতিন ওয়াকাঙ্কার-কে স্বরাষ্ট্রমন্ত্রকের মিডিয়া শাখার মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তিনি সিবিআই এবং প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এসেছেন। স্বরাষ্ট্রমন্ত্রকের ডেপুটি ডিরেক্টর বিরাট মজবুরকে অল ইন্ডিয়া রেডিও-তে বদলি করা হয়েছে। শেলাট হরিত কেতনকে ডিপিডি-তে পাঠানো হয়েছে।