রাজ্যের বিভিন্ন সরকারি, বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমে অনেক সময়ই করোনা আক্রান্ত রোগী ভর্তি না নেওয়ার অভিযোগ উঠেছিল। রাজ্য স্বাস্থ্য দফতর থেকে বারবার মৌখিক ভাবে নির্দেশ দেওয়া হয়েছিল সব সরকারি, বেসরকারি হাসপাতালের উদ্দেশ্যে যে কোনও মতেই করোনা আক্রান্ত বা করোনা আক্রান্ত সন্দেহভাজন রোগীকে ভর্তি না নিয়ে ফেরত পাঠানো যাবে না। তবুও বিভিন্ন সময় অভিযোগ উঠছিল । তাই এ বার সরকারি-বেসরকারি হাসপাতালে করোনা রোগীদের ভর্তি নিয়ে হয়রানি বন্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর । আজ পরপর ২টি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে, করোনা আবহে কোনও রোগীকে সরকারি কিংবা বেসরকারি হাসপাতাল ফেরাতে পারবে না। সরকারি কিংবা বেসরকারি হাসপাতালে ভরতি নিতেই হবে রোগীদের। করতে হবে চিকিৎসাও। সরকারি কোনও হাসপাতাল কর্তৃপক্ষ যদি রোগী ফেরায় তবে সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান থেকে দায়িত্ব থাকবেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হবে। সার্ভিস রুল অনুযায়ী আরও পদক্ষেপও নেওয়া হবে। একইভাবে রোগী ফেরালে বেসরকারি হাসপাতালের বিরুদ্ধেও নেওয়া হবে কড়া ব্যবস্থা। ২০১৭ সালের আইন অনুযায়ী সেই হাসপাতালের লাইসেন্স বাতিল করে দেওয়া হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।