খেলা

মেয়েদের ক্রিকেটে বিশ্বকাপের সূচি ঘোষণা করল আইসিসি

মেয়েদের ক্রিকেটে বিশ্বকাপের সূচি ঘোষণা করল আইসিসি। নিউ জিল্যান্ডে এবার অনুষ্ঠিত হবে এই মেগা টুর্নামেন্ট। ২০২২ সালের ৪ মার্চ শুরু হতে চলেছে বিশ্বকাপ। প্রথম ম্যাচে নিউ জিল্যান্ড মাঠে নামবে কোয়ালিফাইয়ার থেকে উঠে আসা এক দলের বিরুদ্ধে। ভারত প্রথম ম্যাচ খেলতে নামবে ৬ মার্চ। ৩১ ম্যাচের এই টুর্নামেন্ট নিউ জিল্যান্ডের ছয় শহর, অকল্যান্ড, হ্যামিল্টন, ওয়েলিংটন, ক্রাইস্টচার্চ, টরঙ্গর এবং দুনেদিনে ৩১ দিন ধরে চলবে। এখন পর্যন্ত ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং আয়োজক দল নিউ জিল্যান্ড কোয়ালিফাই করে গেছে। আর তিন দল কোয়ালিফাইয়ের পর মোট ৮ দল নিয়ে বিশ্ব কাপ অনুষ্ঠিত হবে। কোয়ালিফাইয়ার পর্বের ম্যাচ শ্রী লঙ্কায় ২৬ জুন থেকে শুরু হবে।