পশ্চিমবঙ্গে ৮ দফা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন এম এল শর্মা নামে এক আইনজীবী। অবিলম্বে কমিশনের এই সিদ্ধান্ত খারিজ করার আর্জি জানিয়েছেন তিনি। ওই আইনজীবী জানিয়েছেন, আটদফায় নির্বাচন করার অর্থ ভারতীয় সংবিধানের ১৪ ও ২১ নম্বর ধারাকে লঙ্ঘন করা। একই সঙ্গে, নির্বাচনী প্রচারে ধর্মীয় স্লোগানে নিষেধাজ্ঞা জারির আবেদন জানিয়েছেন তিনি।