দেশ

তামিলনাডুতে আগামী ১৯ জুলাই পর্যন্ত বাড়লো লকডাউনের মেয়াদ

আগামী ১৯ জুলাই পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াল তামিলনাডু সরকার। শনিবার তামিলনাডু সরকারের স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, ‘১৯ জুলাই পর্যন্ত রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান, পানশালা, থিয়েটার, সুইমিং পুল ও চিড়িয়াখানা বন্ধ থাকবে। তবে হোটেল ও রেস্তোরাঁ রাত নয়টা পর্যন্ত খোলা রাখা যাবে। তাছাড়া পুদুচেরি ছাড়া অন্য রাজ্যের সঙ্গে বাস চলাচলও বন্ধ থাকছে।’ শনিবার রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বেশ কিছু ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করা হলেও লকডাউন তুলে নেওয়া হচ্ছে না। বরং আগের মেয়াদ বাড়িয়ে ১৯ জুলাই পর্যন্ত বাড়ানো হচ্ছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘স্কুল-কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান আগের মতোই বন্ধ থাকবে। পানশালা, থিয়েটার ও সুইমিং পুল খোলারও অনুমতি দেওয়া হচ্ছে না। পাশাপাশি আন্তঃরাজ্য বাস পরিষেবাও বন্ধ থাকবে।’ বেশ কয়েকটি ক্ষেত্রে অবশ্য বিধিনিষেধ শিথিল করা হয়েছে। নয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘রেস্তোরাঁ, চায়ের দোকান, রাস্তার পাশে খাবারের দোকান ও বেকারি রাত নয়টা পর্যন্ত খোলা রাখে যাবে। তবে সেক্ষেত্রে ক্ষমতাধারণের ৫০ শতাংশের বেশি খদ্দেরকে প্রবেশের অনুমতি দেওয়া যাবে না। বিয়ে বাড়ির অনুষ্ঠানে সর্বাধিক ৫০ জন ও শেষকৃত্যের ক্ষেত্রে সর্বাধিক ২০ জনকে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হবে।’