‘ডিস্যাপিয়ারিং মেসেজেস’, নতুন ফিচার আসছে হোয়াটসঅ্যাপে। আপনি চাইলে সাতদিন পরে মুছে যাবে নতুন মেসেজগুলি। খালি হবে আপনার ফোন। কেবল একটা ক্লিকের ওপরে তা নির্ভর করবে। ব্যক্তিগত চ্যাট হোক বা গ্রুপ চ্যাট। যখন থেকে আপনি ‘অন’ অপশনে ক্লিক করবেন, তারপর থেকে আসা নতুন মেসেজগুলি সাতদিন থাকবে। তারপর আপনাআপনি ‘ডিস্যাপিয়ার’ করে যাবে। অর্থাৎ হাপিস হয়ে। অ্যান্ড্রয়েড, আইওএস এবং লিনাক্সে এই ফিচারটি চালু হবে চলতি মাসের শেষ থেকে। যদিও স্ন্যাপচ্যাট ও টেলিগ্রাম, এই দু’টি চ্যাটিং অ্যাপে এই ফিচারটি আগে থেকেই ছিল। কিন্তু স্ন্যাপচ্যাটে মেসেজ খোলার পরে তা আপনাআপনি উড়ে যায়। আলাদা করে কোনও অপশন নেই। ব্যক্তিগত স্ন্যাপের ক্ষেত্রে, ফেলে রাখা মেসেজ ৩০ দিন পরে মুছে যায়। গ্রুপ চ্যাটের ক্ষেত্রে না পড়া মেসেজ ২৪ ঘণ্টা পরে মুছে যায়।