এরাজ্যে সক্রিয় মৌসুমি বায়ু। এর ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে তো বটেই, দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে নাগাড়ে। চলতি সপ্তাহে বর্ষার গতি আরও বাড়বে বলে জানাল আলিপুর আবহাওয়া দপ্তর। তাদের বক্তব্য, একদিকে যেমন মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে রাজ্যের উপর, তেমনি বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে নিম্নচাপ। এই জোড়া ফলাতেই আপাতত বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, অন্ধপ্রদেশ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যা ছড়িয়ে রয়েছে ওড়িশা হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত। অন্যদিকে, মৌসুমি অক্ষরেখা গোয়ালিয়র, রাঁচি, জামশেদপুর থেকে হলদিয়া হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর জেরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রবিবার সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি হয়। সেই পরিস্থিতি আগামী কয়েক দিন চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।


