খেলা

‘রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার’-এর নাম বদলে দিল মোদি সরকার

‘রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার’-এর নাম বদলে দিল কেন্দ্রীয় সরকার। নতুন নাম হচ্ছে ‘মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার’। শুক্রবার একথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে মোদি জানান, ‘‌দেশের বিভিন্ন প্রান্তের মানুষের অনুরোধ এসেছিল খেলরত্ন পুরস্কার মেজর ধ্যানচাঁদের নামে করার। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি তাদের মতামত প্রকাশ করার জন্য। তাঁদের অনুরোধকে সম্মান জানাতেই নাম বদল করা হল। জয় হিন্দ।’‌ মোদি আরও বলেছেন, ‘‌মেজর ধ্যানচাঁদ দেশের অন্যতম সেরা ক্রীড়াবিদ ছিলেন। দেশকে একাধিক সম্মান তিনি এনে দিয়েছেন। তাই দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান ধ্যানচাঁদের নামেই করা হল।’‌
চলতি বছরে অলিম্পিক্সে হকিতে ব্রোঞ্জ জিতেছে ভারত। ১৯৮০ সালের পর অলিম্পিক্সে হকিতে পদক এসেছে মনপ্রীতদের হাত ধরে। আর শুক্রবার সকালে সকালে মহিলা হকি দল একটুর জন্য পদক হাতছাড়া করলেও প্রশংসা কুড়িয়েছে গোটা দেশের। অলিম্পিক্স হকিতে যখন ভারতের জয়জয়কার, সেই সময়ই দেশবাসীর আবেগের সম্মান করে খেলরত্ন পুরস্কারের নাম বদল করা হল।