হক জাফর ইমাম, মালদা: প্লাস্টিক কারখানায় বিস্ফোরণের কয়েক ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতা থেকে হেলিকপ্টারে চেপে মালদায় পৌঁছান রাজ্যের পুরো নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। মালদা শহরের ঘোড়াপীর এলাকায় হেলিপ্যাডে তার হেলিকপ্টার অবতরণ করে। সেখান থেকে সড়ক পথে তিনি পৌঁছান কালিয়াচক থানার সুজাপুর এলাকায়। সেখানে বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। সঙ্গে ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, রাজ্যসভার সাংসদ মৌসুম নুর সহ অন্যান্য নেতৃত্ব। কালিয়াচকের সুজাপুরে বিস্ফোরণস্থল পরিদর্শন করে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, মোটর ফেটে গিয়ে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণ হয়েছে। এর সঙ্গে বোমা-বারুদের কোনও সম্পর্ক নেই। সেজন্য এই ঘটনায় এনআইএ তদন্তেরও কোনও প্রয়োজন নেই। ফিরহাদ হাকিম এও জানান, একটি দুর্ঘটনা ঘটেছে এবং ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো কয়েকজন। তাদের চিকিৎসা চলছে। যারা মারা গেছেন তারা প্রত্যেকে শ্রমিক। রাজ্য সরকারের পক্ষ থেকে মৃত এবং আহতদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই বিস্ফোরণস্থলের গিয়ে সরজমিনে তদন্ত করেছেন মালদার জেলাশাসক রাজর্ষি মিত্র এবং পুলিস সুপার অলোক রাজোরিয়া।সুজাপুরে আসছে ফরেনসিক দলও।



