কলকাতা

ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে রাজ্যে এল জাতীয় মানবাধিকার কমিশন

 রাজনৈতিক হিংসার পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে এল জাতীয় মানবাধিকার কমিশনের দল। হাইকোর্টের নির্দেশেই রাজ্যে এসেছেন কমিশনের সদস্যরা। পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় যাবেন মানবাধিকার দলের সদস্যরা। তবে কোন কোন জেলায় কমিশন যাবে তার রূপরেখা তৈরি করবেন দলের সদস্যরাই। সূত্রের খবর, গতকাল গভীর রাতেই কলকাতায় এসে পৌঁছয় জাতীয় মানবাধিকার কমিশনের দল। রাজ্যের ভোট পরবর্তী হিংসার পরিস্থিতির প্রেক্ষিতে আগামী ৩০শে জুনের মধ্যে একটি রিপোর্ট তৈরি করতে হবে। তার আগেই দলের সদস্যরা বাংলার বিভিন্ন জায়গা ঘুরে দেখবেন। সূত্রের খবর, বৃহস্পতিবার জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা একটি পরিকল্পনা করবেন। রাজ্যের কোন কোন জেলা তাঁরা ঘুরে দেখবেন, তার একটি রূপরেখা তৈরি করবেন তাঁরা। শুক্রবার থেকে রাজ্যের বিভিন্ন জায়গা ঘুরে দেখবেন তাঁরা।