কলকাতাঃ মোদি সরকারের নয়া কৃষিবিল এই ছবিটার আমূল পরিবর্তন আনবে। নয়া কৃষিবিল ‘এক দেশ, এক বাজার’ তৈরি করবে। আজ কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করলেন বিজেপি-র জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র। সম্বিত পাত্র বলেন, এই বিল নিয়ে এত বিতর্ক কিসের? লোকসভা ও রাজ্যসভায় চার ঘন্টা ধরে আলোচনা হয়েছে। স্বাধীনতার পর থেকে সবাই কিষাণ, কিষাণ করে। কিষাণের দুঃখে যেন কাতর। কিন্তু কিষাণের সমস্যা সমাধানে কেউ এগিয়ে আসেনি। আগের সরকার চেয়েছে, কিষাণরা গরিবই থাকুক। তাহলে কাজ গোছাতে সুবিধা হবে। তৃণমূল, সিপিএম সবাই ছিল একই পথের পথিক। তিনি এও বলেন, এতকাল লাভের গুড় খেয়েছে ফড়ে আর দালালরা। তাঁদের শর্ত মানতে হয় চাষিদের। কিন্তু নয়া কৃষি আইনে চাষি পূর্ণ অধিকার পাচ্ছে কোথায়, কীভাবে নিজের ফলন বিক্রি করবে। ভিন রাজ্যেও বাজার ধরতে পারবে। পশ্চিমবঙ্গে আলুর পর্যাপ্ত ফলন হয়। এখানকার আলুচাষি লাগলে ওডিশা, বিহার, ঝাড়খন্ডেও ফলন বিক্রি করার সুযোগ পাবে। প্রতিযোগিতার সঙ্গে উত্পাদনও বাড়বে। আর প্রতিযোগিতা একটা নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, হবে দেশজুড়ে। এক দেশ, এক বাজার- তৈরি হবে একটা উন্নত পরিবেশ।