গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৮৩ জন। এর ফলে রাজ্যে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৯৮ হাজার ছাড়াল। এই নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ লক্ষ ৯৮ হাজার ৩৮৯। বাংলায় কোভিড-১৯ এর কারণে মৃত্যু হয়েছে ৫ হাজার ৬৮২ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৬০ জনের। রাজ্যে সক্রিয় করোনা রোগী ৩০ হাজার ৬০৪। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ১৫৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লক্ষ ৬২ হাজার ১০৩ জন।