গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৫৫ জন। তার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২ লক্ষ ৮০ হাজার ৫০৪ জন। আজ আরও ৫৮ জন করোনা রোগী প্রাণ হারানোয় সহ রাজ্যে মোট মৃতের সংখ্যা ৫ হাজার ৩৭৬ জন। সেই সঙ্গে ৩ হাজার ২৪ জন সুস্থ হওয়ায় মোট করোনা জয়ীর সংখ্যা ২ লক্ষ ৪৬ হাজার ৭৬৭ জন। বুধবার স্বাস্থ্যদপ্তরের বুলেটিনে উল্লেখিত তথ্য অনুযায়ী বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ২৮ হাজার ৩৬১।