ফের রেকর্ড সংক্রমণ। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছাল ১১ লক্ষ ১৮ হাজার ৪৮। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন আরও ৪০ হাজার ৪২৫ জন। ভারতে একদিনের হিসেবে যা সর্বাধিক। এই একদিনে প্রাণ হারিয়েছেন আরও ৬৮১ জন। মৃত্যু হয়েছে মোট ২৭ হাজার ৪৯৭ জনের। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। বর্তমানে দেশে চিকিৎসাধীন রয়েছেন ৩ লক্ষ ৯০ হাজার ৪৫৯ জন রোগী। পাশাপাশি ইতিমধ্যেই সুস্থ হয়ে গিয়েছেন ৭ লক্ষ ৮৭ জন।