জেলা

ফের উত্তরবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা, জারি সতর্কতা

উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ফের ভারী বৃষ্টির সতর্কতা জারি হল। আগামী ৩ দিন ধরে অতিবর্ষণের সতর্কতা রয়েছে পাশের রাজ্য সিকিমেও। অতি ভারী বৃষ্টির জেরে সিকিম ও উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা যেমন রয়েছে, তেমনই উত্তরবঙ্গের সমতলে বন্যার আশঙ্কাও করছেন আবহাওয়া দপ্তর। অতিবৃষ্টি‌র জেরে নদীর জলস্তর ফের বাড়তে পারে বলেও আশঙ্কা। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, মৌসুমি অক্ষরেখা উত্তরবঙ্গের দিকে হিমালয়ের পাদদেশে রয়েছে। এর প্রভাবে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ ও সিকিমে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি‌পাত হবে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। কোথাও কোথাও ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনাও থাকছে।