গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৬৯ হাজার ৬৫২ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের হদিশ। পাশাপাশি প্রাণ হারিয়েছেন আরও ৯৭৭ জন রোগী। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৮ লক্ষ ৩৬ হাজার ৯২৬ জন। এপর্যন্ত এই মারণ ভাইরাসের সংক্রমণে দেশে মোট মৃত্যু হয়েছে ৫৩ হাজার ৮৬৬ জন রোগীর। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬ লক্ষ ৮৬ হাজার ৩৯৫ জন রোগী। ইতিমধ্যেই করোনা জয়ের পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন ২০ লক্ষ ৯৬ হাজার ৬৬৪ জন।