দেশ

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৭ লক্ষ ৬৯ হাজার ৫২৪, মৃত ৬৬ হাজার ৩৩৩ , সুস্থ ২৯ লক্ষ ১ হাজার ৯০৮

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৭৮ হাজার ৩৫৭ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের হদিশ। এই নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৭ লক্ষ ৬৯ হাজার ৫২৪। পাশাপাশি এই সময়ের মধ্যে প্রাণ হারিয়েছেন ১০৪৫ জন রোগী। ফলে এই মারণ ভাইরাসের সংক্রমণে দেশে মোট মৃত্যু হয়েছে ৬৬ হাজার ৩৩৩ জন রোগীর। অন্যদিকে, বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৮ লক্ষ ০১ হাজার ২৮২ জন। পাশাপাশি ইতিমধ্যেই করোনা জয়ের পর সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছেন ২৯ লক্ষ ১ হাজার ৯০৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬২ হাজার ২৬ জন রোগী। আজ স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।