আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৪৮ হাজার ২৬৮ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৫৫১ জনের। সব মিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৮১ লক্ষ ৩৭ হাজার ১১৯ জন। প্রাণ হারিয়েছেন মোট ১ লক্ষ ২১ হাজার ৬৪১ জন রোগী। বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৮২ হাজার ৬৪৯। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৯ হাজার ৪৫৪ জন। মোট সুস্থ ৭৪ লক্ষ ৩২ হাজার ৮২৯ জন।


