দেশ

বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, ময়ূর নিয়ে ব্যস্ত প্রধানমন্ত্রী, আর বলেছেন আত্মনির্ভর হতে: রাহুল

করোনা মোকাবিলা নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছেন রাহুল গান্ধী। সোমবার ফের প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে আক্রমণ শানালেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশবাসীকে আত্মনির্ভর হওয়ার কথা বলছেন। ওয়ানাডের কংগ্রেস সাংসদ বলেন, গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ লক্ষ পার হতে চলেছে। একটিভ কেসের সংখ্যা ১০ লক্ষ পার হতে চলেছে। আর প্রধানমন্ত্রী আত্মনির্ভর হওয়ার কথা বলছে। কারণ, প্রধানমন্ত্রী ময়ুর নিয়ে ব্যস্ত রয়েছেন। টুইটারে কেন্দ্রীয় সরকারের কোভিড মোকাবিলা নিয়ে কটাক্ষ করেন রাহুল। কংগ্রেস কার্যকরী সভানেত্রী সোনিয়া গান্ধীর চিকিত্‍সার জন্য এই মুহুর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন ওয়ানাডের কংগ্রেস সাংসদ। বাদল অধিবেশনের শুরুর দিনে অনুপস্থিত থাকলেও মোদি সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি তিনি।