কলকাতা

আগামী ৭ ডিসেম্বর থেকে বাড়ছে মেট্রো সংখ্যা, আংশিকভাবে উঠছে ই-পাস

আগামী সোমবার থেকে কলকাতা মেট্রোয় আসছে বড় বদল। ৭ ডিসেম্বর থেকে একদিকে বাড়ছে মেট্রোর সংখ্যা, তেমনি ই-পাসের ক্ষেত্রেও ছাড় দেওয়া হচ্ছে। বুধবার মেট্রোর তরফ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, এবার থেকে সকাল সাড়ে আটটার বদলে সকাল ৭টায় প্রথম মেট্রো চালু হবে। আর শেষ মেট্রো ছাড়বে সাড়ে ন’টা নাগাদ। পাশাপাশি, সকাল সাতটা থেকে ৮টা পর্যন্ত এবং রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত মেট্রো চড়তে কোনও ই-পাস লাগবে না। তাই সামাজিক দূরত্ববিধি মেনে যাত্রীচাপ সামাল দিতে বাড়ছে মেট্রোর সংখ্যাও। সোমবার থেকে আরও ১৪টি অতিরিক্ত মেট্রো চলাচল করবে এই নতুন সূচি মেনে। বর্তমানে ১৯০টি মেট্রো চলাচল করে দৈনিক। সেই সংখ্যাটা বেড়ে হচ্ছে ২০৪টি। আপাতত ষাটোর্ধ্ব বৃদ্ধ, ১৫ বছরের কমবয়সি এবং মহিলাদের জন্য সারাদিনই কোনও ই-পাসের প্রয়োজন হবে না। মেট্রো কর্তৃপক্ষের আশা, এর ফলে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে। তবে এখনই চালু হচ্ছে না টোকেন।মেট্রো কর্তৃপক্ষ মনে করছে, ধাপে ধাপে এভাবেই ই-পাস তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে। মোটের উপর জানুয়ারি মাসের মাঝামাঝি হয়তো এই ই-পাসের ব্যবস্থা তুলে দেওয়া হবে।