বিদেশ

ভারতীয় ভূখন্ড অর্ন্তভুক্ত করে মানচিত্র সংশোধনের বিল পাস নেপাল সংসদে

আজ সর্বসম্মতভাবেই ভারতীয় ভূখন্ড অর্ন্তভুক্ত করে মানচিত্র সংশোধনের বিল পাস হয় নেপাল সংসদে। শনিবার নেপালের আন্তর্জাতিক রাজনৈতিক সীমানা মানচিত্রের সংশোধনী বিল পাস হয় নেপালের নিম্মকক্ষে। এরপর রবিবার রবিবার সেদেশের পার্লামেন্টের উচ্চকক্ষে গৃহিত হয়েছে এই বিল। প্রস্তাবিত বিলটি পাশ করিয়ে তা অনুমদনের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে বলেও জানান হয়। নেপালের সংসদের তরফে বলা হয় তাঁদের ম্যাপে জাতীয় প্রতীককে অন্তর্ভুক্ত করতে এই মানচিত্র সংশোধনী বিল পাস করছে তারা। নতুন মানচিত্র তৈরি করেছে নেপাল। তার মধ্যে রয়েছে ভারতের তিনটি এলাকা। কালাপানি এলাকা এখন নেপালের মানচিত্রে। ৫৭ শতাংশ ভোট পড়েছে নতুন মানচিত্রের সমর্থনে। সংবিধান সংশোধনীর পর এবার থেকে নতুন সরকারি ম্যাপ তৈরি হয়ে গেল। এবার থেকে নেপালের মানচিত্রের অংশ হবে ভারতের তিনটি এলাকা।নয়া মানচিত্র নিয়ে নেপালের পদক্ষেপে প্রথম থেকেই সরব ভারত। এহেন পদক্ষেপ ‘অসমর্থনযোগ্য’ এবং ‘ঐতিহাসিক তথ্য-প্রমাণের উপর ভিত্তি করে করা হয়নি’ বলে দাবি দিল্লির।