নয়াদিল্লিঃ ভারত-চিন সীমান্তে চিনের সেনাবাহিনীর গুলিতে শহিদ হন সেনাবাহিনীর এক অফিসার সহ ৩ জওয়ান। জানা যাচ্ছে, দুপুরে এই ঘটনা প্রকাশ্যে আসে। আর তা আসার পরেই তিন বাহিনীর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন রাজনাথ সিং। ভারতীয় সেনা, নৌবাহিনী এবং বায়ুসেনার আধিকারিকরা উপস্থিত ছিলেন। এমনকি ছিলেন, চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতও। ইন্দো-ভারত সীমান্তের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। কীভাবে পরবর্তী পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব তা নিয়েও সেনাবাহিনীর এই উচ্চপর্যায়ের বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। জানা যাচ্ছে, সোমবার রাতে ভারত এবং চিন সীমান্তে ঠিক কি ঘটেছিল সেই বিষয়ে বিস্তারিত রিপোর্ট দেওয়া হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। জানা যাচ্ছে, সংঘর্ষের পরেই ভারত-চিন সীমান্তে শুরু হয়েছে সেনা আধিকারিকদের একটি উচ্চ পর্যায়ের বৈঠক।