কিছুদিন ধরেই ভয়াবহ বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত অসম । এই পরিস্থিতিতে মৃতদের পরিবারকে দু-লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার পিএমও থেকে ট্যুইট করে জানানো হয়, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বন্যা কবলিত অসমে মৃতদের পরিবারকে ২ লাখ টাকা করে অনুদান দেবেন বলে ঘোষণা করেছেন। এই অনুদান প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে দেওয়া হবে।” এখনও পর্যন্ত বন্যায় মৃত্যু হয়েছে ৩৩ জনের। তাঁদের মধ্যে বেশির ভাগই জলে ডুবে মারা গেছেন। সরকারি হিসেব অনুযায়ী, অসমের ৩৩টি জেলার মধ্যে ২১টিই ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ১৫ লক্ষ।

