দেশ

ঘূর্ণিঝড় আমফান নিয়ে জরুরি বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী

ঘূর্ণিঝড় আমফান নিয়ে জরুরি বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রীর বাসভবনেই হবে বৈঠক। স্বরাষ্ট্রমন্ত্রী আধিকারিকদের সঙ্গে উপস্থিত থাকবে জাতীয় বিপর্যয় দল। বিকেল ৪-টের সময় শুরু হবে বৈঠক। ঘূর্ণিঝড় মোকাবিলায় কী কী পদক্ষেপ গ্রহণ করা হবে এই নিয়েই আলোচনা করা হবে। শক্তি সঞ্চয় করে এই মুহূর্তে বেশ বিপজ্জনক অবস্থানে ঘূর্ণিঝড় আমফান। এর প্রভাবে ভারী বর্ষণ ও ঘূর্ণিঝড়ের কবলে পড়তে চলেছে দেশের উপকূলবর্তী রাজ্য ওড়িশা। ভয়াবহতা এড়াতে রাজ্যে সমুদ্র লাগোয়া এলাকায় ১১ লক্ষ বাসিন্দাকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু করেছে ওড়িশা সরকার। পশ্চিম মধ্যে এবং দক্ষিণ বঙ্গোপসাগরের উপর থেকে ১৩ কিলোমিটার বেগে বয়ে যাবে এই ঘূর্ণিঝড় আমফান। আগামী ১২ ঘণ্টার মধ্যে আরও শক্তি সঞ্চয় করে ওড়িশা উপকূলে আছড়ে পড়তে চলেছে আমফান।