লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চিনের সঙ্গে উত্তেজনা যে ক্রমশ বাড়ছে তা আর গোপন বিষয় নয়। এ ব্যাপারে ঘরোয়া রাজনীতিতেও এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। এই পরিস্থিতিতে আজ মঙ্গলবার সন্ধেয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী । সরকারের শীর্ষ সূত্রে এই খবর জানা গিয়েছে। সংবাদ সংস্থা এএনআই-কে একটি সূত্র জানাচ্ছে যে, পাকিস্তানে মদতে কাশ্মীরে যারা পাথর ছোঁড়ে, তাদের মতই ব্যবহার করেছে চিন। লাঠি, মুগুর, কাঁটাতার আর পাথর নিয়ে এসেছিল চিনা সেনা। ওই সূত্র আরও জানাচ্ছে যে সংঘাত চলাকালীন অকারণ ঔদ্ধত্য দেখাচ্ছে চিন। ভারতীয় সেনার সঙ্গে চরম অপেশাদারের মত ব্যবহার করেছে। এই পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার নয়াদিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এছাড়াও ছিলেন সংশ্লিষ্ট দফতরের শীর্ষ আধিকারিকরা। ছিলেন তিন সেনার প্রধানরা। চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতও অংশ নেন বৈঠকে। আরও একটি পৃথক বৈঠকে বিদেশ সচিবের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।