দেশ

মায়ের শেষকৃত্যে প্রধানমন্ত্রী, কলকাতার অনুষ্ঠানে থাকবেন ভার্চুয়ালি

 মাতৃবিয়োগের কারণে বাংলায় আসছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । শুক্রবার তাঁর রাজ্যে আসার কথা ছিল। ‘বন্দে ভারত’ ট্রেনের উদ্বোধন-সহ একগুচ্ছ কর্মসূচিতে সশরীরে যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর।  আজ গুজরাতে মায়ের সঙ্গে শেষ যাত্রায় মোদির সঙ্গে ছিলেন ভাই পঙ্কজও। হীরাবেন মোদির দেহ রাখা ছিল গান্ধিনগরে তাঁর বাসভবনে। বৃন্দাবন বাংলোতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাই পঙ্কজ মোদির বাসভবন। হীরাবেন মোদির শেষকৃত্য সম্পন্ন হয় গান্ধীনগরের সেক্টর ৩০-এর মহাশ্মশানে। কলকাতায় প্রধানমন্ত্রীর এদিন বেশ কিছু কর্মসূচি ছিল। সেগুলিতে আপতত উপস্থিত থাকতে পারছেন না প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সের মাধ্যমেও উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর দফতরের তরফে টুইট করে সে কথা জানানো হয়েছে। শুক্রবার প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলা সফর বাতিল হলেও বহাল থাকছে কর্মসূচি। এদিন ভার্চুয়াল মাধ্যমে বন্দে ভারতের উদ্বোধন করবেন তিনি।