অগস্টের মাঝামাঝি চালু হতে পারে ট্রেন পরিষেবা!
ট্রেন পরিষেবা যে কবে চালু হবে, তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। বার বার টিকিট বুকিং নিয়েও পরে তা বাতিল করে যাত্রীদের টাকা ফেরত দিয়ে দিচ্ছে আইআরসিটিসি। সূত্রের খবর, রেল পরিষেবা চালু হতে পারে অগাস্টের মাঝামাঝি! ফের সব যাত্রীদের টিকিট বুকিংয়ের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিল রেল। রেল মন্ত্রক একটি সার্কুলার জারি করে। তাতে বলা হয়েছে, ১৪ এপ্রিল বা তার আগে বুক করা সব টিকিটের টাকা যাত্রীদের ফেরত দিয়ে দিতে হবে। রেলের সব জোনকেই এই নির্দেশ দেওয়া হয়েছে।