দেশ

পুরীতে ভক্ত সমাগম ছাড়াই অনুষ্ঠিত হল রথযাত্রা

শর্তসাপেক্ষে পুরীর রথযাত্রার অনুমতী দেওয়ার পর আজ সকালে বেশ সুষ্ঠভাবেই সম্পন্ন হল পুরীতে রথযাত্রা। এবার এই ইতিহাসে প্রথম ভক্ত সমাগম ছাড়াই সম্পন্ন হল রথ যাত্রা। সুপ্রিম কোর্টের নির্দেশে ৫০০ জনের বেশি মানুষ একটি রথ টানতে পারবে না। তাই তিনটি রথ মোট ১৫০০ জন মিলে টানল। এরা প্রত্যেকেই মন্দিরের পুরোহিত এবং সেবায়েত। এদের প্রত্যেকে‌রই করোনা পরীক্ষা করা হয়। এক সেবায়েতের রিপোর্ট পজিটিভও আসে, তাঁকে চিকিৎসার জন্য পাঠানো হয়। আর এই রথ যাত্রার সময় পুরো পুরী লকডাউনে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, সোমবার রাত ৯টা থেকে বুধবার দুপুর দু’টো পর্যন্ত পুরো পুরীতে কার্ফু জারি করা হয়। এছাড়া রথ টানার সময় বারে বারেই সেই যাত্রাপথে স্যানিটাইজেশন করা হয়।