রেপো রেট অপরিবর্তিতই রাখল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মানিটরি পলিসি কমিটি (এমপিসি)। থাকল সেই ৪ শতাংশ। শুক্রবার জানিয়ে দিলেন কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। রিভার্স রেপো রেটেরও পরিবর্তন করা হয়নি। তা রয়েছে ৩.৩৫ শতাংশ। প্রয়োজনে এই অর্থবর্ষে রেপো রেট অপরিবর্তিতই রাখবে রিজার্ভ ব্যাঙ্ক। ‘সুবিধাজনক অবস্থান’ ধরে রাখবে। করোনা আবহ এবং লকডাউনের কারণে ধাক্কা খেয়েছে দেশের অর্থনীতি। মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস মধ্যবিত্তের। এদিন দাস জানালেন, এমপিসি–র পর্যবেক্ষণ মূল্যবৃদ্ধি আগামী কয়েক মাস চড়াই থাকবে। তবে শীতের মরসুমে কনজিউমার প্রাইস ইনডেক্স (সিপিআই) স্বস্তি দেবে। আরবিআই গভর্নরের আশ্বাস, আমানতকারীদের স্বার্থ দেখবে ব্যাঙ্ক।


