জেলা

ঘূর্ণিঝড় ‘আমফান’-এর মোকাবিলায় প্রস্তুত রাজ্য সরকার

কলকাতাঃ ঘূর্ণিঝড় আমফান মোকাবিলায় প্রস্তুত রাজ‍্য সরকার। কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে রাজ‍্যের ভিডিও কনফারেন্সের মাধ‍্যমে বৈঠক হয়। ভারতীয় নৌবাহিনীকেও প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। উপকূলবর্তী জেলার জেলাশাসকদের পরিস্হিতির ওপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ‍্যে এনডিআরএফ – এর ৭০ জনের ২টি দলকে কাকদ্বীপ ও সাগরে মোতায়ন করা হয়েছে। রাজ‍্য বিপর্যয় মোকাবিলা দফতরকে দুর্যোগ মোকাবিলার জন‍্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। স্হানীয় প্রশাসনের মাধ‍্যমে স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে মাইকিংয়ের ব‍্যবস্হা করা হয়েছে। উপকূলবর্তী নিচু এলাকা থেকে মানুষ জনকে সরিয়ে আনা হচ্ছে। ত্রাণ শিবির গুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ। পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুত রাখা হয়েছে। মজুত রাখা হয়েছে মাস্ক ও স‍্যানিটাইজার।মৎস‍্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পাশাপাশি স্থানীয় মানুষের সমুদ্রে স্নানে নিষেধাজ্ঞা জারি করে তা নজরদারির জন‍্য পঞ্চায়েত গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। উপকূলবর্তী এলাকার সব ফেরি সার্ভিস বন্ধ। দুর্বল নদী বাঁধ চিহ্নিত করে দ্রুততার সঙ্গে তা মেরামতির কাজ চলছে। এরই মধ‍্যে কাকদ্বীপ ও বসিরহাটে মহকুমাশাসক দুর্যোগ মোকাবিলা নিয়ে বৈঠক করেছেন। মহকুমা ও ব্লক প্রশাসন প্রতিনিয়ত উপকূলবর্তী এলাকায় নজরদারি চালাচ্ছে। সামগ্রীক পরিস্হিতির খবরা খবর নবান্নে পাঠানো হচ্ছে। এরজন্য নবান্নে খোলা আছে কন্ট্রোল রুম| যেখান থেকে নজরদারির কাজ চালানো শুরু হয়ে গিয়েছে।