এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিকেই মান্যতা দিল কেন্দ্র। লকডাউন ফোরে জারি করা নির্দেশিকায় সেই মান্যতা ফুটে উঠেছে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন জোন ঠিক করার দায়িত্ব রাজ্য সরকারগুলির ওপর ছেড়ে দেওয়া হোক। এদিনের নির্দেশিকায় বলা হয়েছে রেড, গ্রিন, অরেঞ্জ জোন কোথায় হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দফতরগুলি। কোন এলাকায় রেড, অরেঞ্জ, কন্টাইনমেন্ট জোন হবে সে বিষয়ে জেলাগুলিই সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে নির্দেশিকায়। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের বৈঠকে দাবি তুলেছিলেন জোন ভাগের দায়িত্ব রাজ্য সরকারগুলির ওপরেই ছেড়ে দেওয়া হোক। একাধিক রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিকে সমর্থন জানিয়েছিল। মুখ্যমন্ত্রীর ইচ্ছা মতো রাজ্যের রেডজোনকে এ, বি, সি জোনের ভাগ করা হচ্ছে। এছাড়া অরেঞ্জ ও গ্রিন জোনে সবরকমের অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু করা হবে বলে জানা গিয়েছে।