কলকাতা

বিহার থেকে কলকাতায় অস্ত্র পাচার, ছদ্মবেশে হানা দিয়ে দুষ্কৃতীকে গ্রেপ্তার করলেন কলকাতা পুলিশের এসটিএফ

কলকাতাঃ ভোটের আগে প্রকাশ্যে এল বিহার থেকে কলকাতায় বিপুল পরিমাণ অস্ত্র পাচারের ছক। কখনও বাস, আবার কখনও ট্রেনে করে কলকাতায় এসে পৌঁছচ্ছে অস্ত্র। গোপন সূত্রে সেই খবর পেয়ে আজ বাসে উঠে অস্ত্র পাচারকারীকে জালে আনল কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। যাত্রীর ছদ্মবেশে আসানসোলগামী বাসে উঠে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম মহম্মদ আকিব। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ৮ এমএম পিস্তল, একটি ওয়ান শটার, একটি রিভলভার, তিন ধরনের মোট ৮০ রাউন্ড বুলেট। সম্প্রতি লালবাজারের এসটিএফের গোয়েন্দাদের কাছে খবর আসে, বিহার থেকে ফের কলকাতায় আসছে অস্ত্র ও প্রচুর বুলেট। যে বাসে চড়ে পাচারকারী সেসব নিয়ে কলকাতায় ঢুকেছে, আসানসোল থেকেই সেই বাসের উপর নজর রাখতে শুরু করেন গোয়েন্দারা। যাত্রী সেজে বাসে বসে ছিল পাচারকারী মহম্মদ আকিব। গোয়েন্দারাও যাত্রীর ছদ্মবেশে তার আশপাশের সিটেই বসেন। কলকাতায় বাসটি ঢোকার পর আকিব বাস থেকে নামার চেষ্টা করে। তার আগেই তাকে ধরে ফেলেন গোয়েন্দারা। তার ব্যাগ থেকে উদ্ধার হয় অস্ত্র ও বুলেট। জানা গিয়েছে, অস্ত্রগুলি ‘মুঙ্গেরি’ হলেও বুলেটগুলি আসল। এসটিএফ আধিকারিকরা বুলেটের প্যাকেটও উদ্ধার করেছেন।