নয়াদিল্লিঃ: আজ সুপ্রিম কোর্ট কেন্দ্র ও রাজ্যগুলিকে বলেছে, সব পরিযায়ী শ্রমিককে ফেরাতে ১৫ দিন যথেষ্ট। মঙ্গলবার সুপ্রিম কোর্ট এনিয়ে পূর্ণাঙ্গ আদেশ দেবে। শুক্রবার বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি এস কে কল এবং বিচারপতি এম আর শাহের বেঞ্চ একটি জনস্বার্থ মামলায় স্বতঃপ্রণোদিত শুনানি করেন। তাঁরা বলেছেন, সব রাজ্যকে পরিযায়ীদের ত্রাণ ও কর্মসংস্থানের জন্য কী ব্যবস্থা নিয়েছে তা জানাতে হবে। পরিযায়ীদের নথিভুক্ত করতে হবে।