দেশ

টেলিকম সংস্থাগুলিকে বকেয়া মেটাতে ১০ বছর সময় দিল সুপ্রিম কোর্ট

টেলিকম সংস্থাগুলিকে বকেয়া মেটাতে ১০ বছরের সময় দিল সুপ্রিম কোর্ট। এই ১০ বছরের মধ্যে সরকারের প্রাপ্য টাকা টেলিকম সংস্থাগুলি মেটাতে ব্যর্থ হলে, তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হবে। স্পেকট্রাম এবং লাইসেন্স বাবদ ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন ৫০ হাজার কোটি টাকা পাবে ভোডাফোনের থেকে। ভারতী এয়ারটেলের বকেয়া রয়েছে ৩৫ হাজার ৫৮৬ কোটি টাকা। এছাড়া টাটা কমিউনিকেশন, রিলায়েন্স সহ অন্যান্য টেলিকম সংস্থাগুলির কাছেও বকেয়া রয়েছে। গত বছর ২৪ অক্টোবর সব টেলিকম সংস্থাগুলিকে সরকারের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু এরপর ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন থেকেই টেলিকম সংস্থাগুলোকে ছাড় দেওয়া হয়েছিল। এই নিয়ে গত জানুয়ারিতে মামলার শুনানিতে উষ্মা প্রকাশ করে সুপ্রিম কোর্ট। ডিওটি-র আধিকারিকদের অবিলম্বে এই নির্দেশিকা প্রত্যাহার করার নির্দেশ দেয় শীর্ষ আদালত। আর এদিন মঙ্গলবার এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট বকেয়া মেটাতে টেলিকম সংস্থাগুলিকে সময়সীমা বেঁধে দিল। সেই সঙ্গে বিচারপতি অরুণ মিশ্রের বেঞ্চ নির্দেশ দিয়েছে, ২০২১ সালের ২০ সেপ্টেম্বরের মধ্যে টেলিকম সংস্থাগুলিকে বকেয়া টাকার অন্তত ৩০ শতাংশ পরিশোধ করতে হবে। এছাড়া প্রতিবছর ৭ ফেব্রুয়ারির মধ্যে ডিওটির নির্ধারিত পাওনার বার্ষিক অংশ মেটাতেও টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত।