নয়াদিল্লিঃ দেশের নাম শুধু ‘ভারত’ হোক, বাদ দেওয়া হোক ‘ইন্ডিয়া’-র নাম। সংবিধান সংশোধন করে এই কাজ করা হোক। সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত জনস্বার্থ মামলায় আজ দেশের প্রধান বিচারপতি এস এ বোবদে জানিয়েছেন, ‘এক্ষেত্রে আদালতের কিছু করণীয় নেই। সংবিধানেই ‘ইন্ডিয়া’কে ভারত’ বলে উল্লেখ করা হয়েছে।’ তবে আবেদনকারীকে সরকারের কাছে প্রতিনিধিত্ব করার অনুমতি দিয়েছে সর্বোচ্চ আদালত। দিল্লির বাসিন্দা সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করে দেশের সংবিধানের এক নম্বর ধারা থেকে ‘ভারত’ শব্দটি রেখে ‘ইন্ডিয়া’ শব্দটি বাতিলের আবেদন করেছিলেন। ব্রিটিশ শাসন এবং ঔপনিবেশকতার যে অতীত ইন্ডিয়া নামের সঙ্গে জড়িয়ে রয়েছে, তাকে বাতিল করে জাতীয়তাবাদকে প্রাধান্য দিতেই এই প্রস্তাব করেন ওই ব্যক্তি।