খেলা

এবার আফগান ক্রিকেট বোর্ডের দখল নিল তালিবানরা

পুরো দেশটাই চলে গিয়েছে তালিবানদের দখলে। খুব শীঘ্রই সরকার গঠন করবে তালিবান গোষ্ঠী। তবে তার আগে আফগান ক্রিকেট বোর্ডের দখল নিল তারা। প্রাক্তন ক্রিকেটার আব্দুলা মাজারিকে নিয়ে কাবুলে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি-র) সদর দফতরে পৌঁছল তালিবানরা। বোর্ডের প্রেস কনফারেন্স রুমে বন্দুক হাতে দেখা গেল তাদের। যেই ছবি প্রকাশ্যে আসতেই গোটা বিশ্বের ক্রিকেটমহল নড়েচড়ে বসেছে। ব্যাট ও বলের লড়াই পরিচালনা হওয়ার জায়গায় আগ্নেয়াস্ত্র হাতে তালিবানি প্রবেশ খানিকটা ভীতি তৈরি করেছে বলা যায়। জানা গিয়েছে, খুব দ্রুতই নিজেদের কোনও ঘনিষ্টকে ক্রিকেট বোর্ডের দায়িত্বে বসাবেন তালিবানরা। তালিবানি শাসনেই আসন্ন টি-২০ বিশ্বকাপ খেলবেন রশিদ খান, মহম্মদ নবিরা।