কলকাতা

স্বাস্থ্য ব্যবস্থাকে ভালোভাবে মনিটরিং করার জন্য প্রতি বৃহস্পতিবার করে এসএসকেএম হাসপাতালে বসবেন স্বয়ং মুখ্যমন্ত্রী

কলকাতাঃ রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো দেখতে ফের ‘সারপ্রাইজ ভিজিটে’ গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।  বৃহস্পতিবার সন্ধেবেলা আচমকাই তিনি পৌঁছে গেলেন এসএসকেএম হাসপাতালে। সেখানে কিছুক্ষণ কাটানোর পর হাসপাতাল চত্বর থেকেই সাংবাদিকেদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। এ বার থেকে প্রত্যেক ১৫ দিন অন্তরই এসএসকেএম হাসপাতালে দেখতে পাওয়া যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রী জানান যে, হাসপাতালগুলির পরিস্থিতির দিকে এবার থেকে তিনি নিজেই নজর রাখবেন। মমতা বলেন, “প্রত্যেক বৃহস্পতিবার বা ১৫ দিন অন্তর বিকেল ৪টেয় আমরা এখানে বসব। কারণ আমার উদ্দেশ্য হচ্ছে এখন শিল্প। আর শিল্পের ক্ষেত্রের যা যা সমস্যা রয়েছে। বিনিয়োগ এবং কর্মসংস্থানের ব্যাপারে কথা বলতে একটা বোর্ড গড়েছি। সবাই মিলে বসব। দ্বিতীয়ত, আমার মনে হয় হাসপাতালটাও আমার জন্য গুরুত্বপূর্ণ একটা জায়গা। স্বাস্থ্যভবনটা যেহেতু যেতে দূর হয়, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ১৫ দিন অন্তর ১০-১২ জনকে নিয়ে আমি এখানে এসে বসব।” কেন বসবেন সেই জবাবও দেন মুখ্যমন্ত্রী। বলেন, “কারণ অনেক সময় অনেক হাসপাতালে সমস্যা থাকে। এখানে ৫ টা মেডিক্যাল কলেজ আছে। তা ছাড়াও স্বাস্থ্যের নানারকম ব্যাপার আছে। তাই স্বাস্থ্যসচিব আমার সঙ্গে থাকবে। কখনও মুখ্যসচিবকেও সঙ্গে নিয়ে আসব।” মুখ্যমন্ত্রী জানান, একটি হাসপাতালে বসে যাতে বাকি হাসপাতালগুলির উপর সঠিকভাবে নজরদারী চালানো যায়, সেই কারণেই এভাবে বসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পরের বৃহস্পতিবারও তিনি এসএসকেএম যাবেন, ঘণ্টাখানেক সেখানে থাকবেন বলে জানিয়েছেন। সাংবাদিকদের উদ্দেশ্য করে মমতার উক্তি, “তোমরা আমাকে প্রায় বৃহস্পতিবারই ৩-৪ ঘণ্টা করে দেখতে পাবে।”