করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলে খুলেছিল তারাপীঠের মন্দির। ভক্তরা কোভিডবিধি মেনেই মা তারার পুজো দিচ্ছেন। তবে আগামী ৩ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে তারাপীঠের মন্দির। কারণ ওই সময় কৌশিকী আমাবস্যা উপলক্ষ্যে প্রচুর ভিড় হয় তারাপীঠে। রাজ্য তো বটেই অন্য়ান্য রাজ্য থেকেও পূণ্য়ার্থীরা আসেন তারাপীঠে পুজো দিতে। তাই বীরভূম জেলা প্রশাসন জানিয়ে দিয়েছে কৌশিকী আমাবস্যা উপলক্ষ্যে তারাপীঠ মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার তারাপীঠের মন্দির কমিটি, হোটেল মালিক, অটো ইউনিয়নের সদস্যদের নিয়ে বৈঠকে করলেন প্রশাসনিক কর্তারা। উপস্থিত ছিলেন জেলা শাসক বিধান রায়, জেলা পুলিশ আধিকারিক নগেন্দ্র ত্রিপাঠী, ডেপুটি স্পিকার আশিস বন্দোপাধ্যায়, জেলা পরিষদের মেন্টর অভিজিত্ সিনহা, তারাময় মুখ্যপাধ্যায় মন্দির কমিটি সভাপতিসহ আরও অনেকে। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভিড় এড়াতে তাই প্রবেশাধীকার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কমিটি। মন্দির কমিটি জানিয়েছে ৬ দিন মন্দির বন্ধ থাকলেও মায়ের নিত্যপুজো হবে নিয়ম মেনে।