আগামীকাল থেকে দেগঙ্গার চাকলা লোকনাথ মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হবে। তবে মন্দিরে ফুল নিয়ে ঢোকা যাবে না। শুধুমাত্র প্রসাদ হিসেবে মিষ্টি নেওয়া যাবে। প্রসঙ্গত, গত ১৯মার্চ থেকে মন্দির বন্ধ করে দেওয়া হয়। তবে নিত্যপুজো ও আরতি হয়েছে। মন্দির কমিটি জানিয়েছে, গেটে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা রাখা হবে। একসঙ্গে মন্দিরে ১০জন করে ঢোকানো হবে। মন্দির চত্বরে ২৫জনের বেশি জমায়েত করা যাবে না। ঢোকার লাইনে সামাজিক দূরত্ব মেনে দাঁড়াতে হবে। ভক্তদের মাস্ক পরাও বাধ্যতামূলক করা হয়েছে। তবে বিখ্যাত ভোগপ্রসাদ এখন চালু করা হবে না। পরিস্থিতি বিবেচনা করে জুলাই মাস থেকে খিচুড়ি ও পোলাও ভোগ চালু করা হবে।



