দেশ

আয়কর রিটার্ন জমার সময় বাড়াল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

নয়াদিল্লিঃ আয়কর রিটার্ন জমা করার সময় বেড়ে ৩০ সেপ্টেম্বর হল। ২০১৮-২০১৯ আর্থিক বছরের অরিজিনাল এবং রিভাইস দুই রকমের রিটার্ন জমা দেওয়ার জন্যই দু’মাস সময় বাড়ানো হল। করোনা পরিস্থিতিতে করদাতাদের অসুবিধার কথা মাথায় রেখেই গত মার্চ মাস থেকে এই নিয়ে তিনবার সময় বাড়ালো কেন্দ্র। আয়কর দফতরের পক্ষে বলা হয়েছে, কোভিড মহামারীর কারণে করদাতাদের অসুবিধা কমাতে সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেস (সিডিবিটি) সিদ্ধান্ত নিয়েছে ২০১৮-১৯ অর্থবর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ৩১ জুলাই থেকে বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর ২০২০ করা হচ্ছে।