জেলা

সুন্দরবনের মৃত  মৎস্যজীবীদের পরিবারদের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন তৃণমূল সাংসদ

মৃত  মৎস্যজীবীদের পরিবারের কাছে সমবেদনা জানাতে যান মথরাপুরের সাংসদ বাপি হালদার। এদিন সাংসদের সঙ্গে ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বংকিম চন্দ্র হাজরা, মন্দির বাজারের বিধায়ক জয়দেব হালদার,কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা সহ আরো অনেকে।সুন্দরবনের মৃত মৎস্যজীবীদের বাড়িতে গিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া আর্থিক সাহায্য তুলে দিয়ে এলেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার।গত শুক্রবার রাতের বঙ্গোপসাগরে টর্নেডো ঘূর্ণিঝড়ের কবলে পড়ে বাবা গোবিন্দ নামে একটি ট্রলারটি উল্টে গিয়ে ডুবে যায়। ৯ জন মৎস্যজীবীর কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না। রবিবার সেই ট্রলারটি উদ্ধার করার পর নিখোঁজ মৎস্যজীবীদের মধ্যে ৮ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে।একজন মৎস্যজীবির খোঁজে তল্লাশি চালাচ্ছেন পুলিশ প্রশাসন ও মৎস্যজীবী সংগঠনের লোকজন।সোমবার স্পিডবোট, হোভার ক্যাপ্ট সহ ট্রলার নামানো হয় বঙ্গোপসাগরের বিভিন্ন জায়গায়। সোমবার মৃত  মৎস্যজীবীদের পরিবারের কাছে সমবেদনা জানাতে যান মথরাপুরের সাংসদ বাপি হালদার।এদিন সাংসদের সঙ্গে ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বংকিম চন্দ্র হাজরা, মন্দির বাজারের বিধায়ক জয়দেব হালদার,কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা সহ আরো অনেকে।