বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব নিতে চলেছেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। আগামী ২২ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক্সিকিউটিভ বোর্ড-এর চেয়ারম্যান পদে দায়িত্ব নিতে চলেছেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক্সিকিউটিভ বোর্ডে ৩৪ জন সদস্য রয়েছেন। জাপানের হিরোকি নাকাতিরার স্থলাভিষিক্ত হতে চলেছেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১৯৪টি দেশের সাধারণ সমিতির সভায় মঙ্গলবার সর্বসম্মতিক্রমে ভারতের মনোনীত প্রতিনিধির নামে সিলমোহর দেওয়া হয়। গত বছরই বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার সদস্য দেশগুলি ঠিক করেছিল, তিন বছরের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক্সিকিউটিউ বোর্ডে ভারতকে নির্বাচিত করা হবে। এর পর হর্ষ বর্ধনের নির্বাচন একরকম নিশ্চিতই ছিল।