সুজয় দে, মুম্বইঃ আজ দুপুর ১টা নাগাদ মহারাষ্ট্রের উপকূলবর্তী জেলা রায়গড়ের আলিবাগে আছড়ে পড়ে নিসর্গ। আলিবাগের কাছে ল্যান্ডফলের পর তুমুল বৃষ্টি শুরু হয় মুম্বই-সহ মহারাষ্ট্রের একাধিক উপকূলীয় জেলায়। প্রায় আড়াইটা পর্যন্ত দাপট দেখাতে থাকে । বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ে এপর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একজন ৫৮ বছর বয়সী রায়গড়ে বাসিন্দা মারা যান। ঝড় থেকে বাঁচতে তাড়াহুড়ো করে রায়গড়ের উমেট গ্রামে বাড়ি ফিরছিলেন । সেইসময় তাঁর উপর ট্রান্সফরমার পড়ে যায় । খেড় তেহসিলের এক প্রবীণার ঝড়ে বাড়ি পড়ে গিয়ে মৃত্যু হয়েছে । তাঁর বাড়ির আরও পাঁচজন আহত হয়েছেন । এছাড়াও পুনেতে পাঁচজনের জখম হওয়ার খবর পাওয়া গেছে ।বুধবার বিকেলে পর থেকে শক্তি হারিয়ে দুর্বল হতে শুরু করেছে ঘূর্ণিঝড় নিসর্গ। ঝড়ের দাপটে পুণে এবং রায়গড়ে অসংখ্য গাছ পড়েছে । বেশ কিছু জায়গায় বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে। ব্যাহত হয়েছে ইন্টারনেট পরিষেবা। ঝড়ের দাপটে উত্তাল ঢেউয়ের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে রায়গড় জেলা। সন্ধে ৬টার পর চালু হয়েছে বিমান পরিষেবা।বেশ কিছু এলাকায় দোকানপাট খুলেছে বলে খবর।