কলকাতা

‘৩৫৬ ধারা জারির দরকার নেই, সরকার বদল হবেই, ২০০ আসনে জিতে হাসব আমরাই’, বাংলা সফরে এসে বার্তা অমিতের

টার্গেট ২০২১-এর নির্বাচন। এবার কলকাতায় বসে সাংবাদিক বৈঠকে সেই বাংলা জয়ের বার্তাই দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ বললেন, এবার শেষ হাসি হাসব আমরাই। বাংলার দু’দিনের সফর প্রায় শেষের পথে। তার আগেই এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। বাংলার পরিস্থিতি নিয়ে এদিন মুখ খোলেন তিনি। তাঁর দাবি, বাংলার মানুষের অনকে দাবি আছে। তাঁরা চাইছেন সেদিকে কেউ দেখুক। অমিত শাহ এদিন আরও বলেন, যেখানেই বিজেপি ক্ষমতায় এসেছে, সেখানেই পরিস্থিতি পাল্টে দিয়েছে বিজেপি। পাঁভ বছরে সোনার বাংলা বানানোর বার্তা দিলেন তিনি। বাংলার মানুষের কাছে তাঁর আর্জি, ‘আপনারা সবাইকে একটা করে সুযোগ দিয়েছেন। কমিউনিস্টদের সুযোগ দিয়েছেন, কংগ্রেসকে দিয়েছেন, তৃণমূলকেও দিয়েছেন। এবার মোদিজিকে

একটা সুযোগ দিন।’ মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে প্রশাসনের রাজনীতিকরণ হয়েছে, রাজনীতির সঙ্গে অপরাধ জড়িয়ে গিয়েছে ও অবৈধ কাজকর্ম রাজ্যে প্রতিষ্ঠা হয়েছে। তোষণের রাজনীতির কথাও বলেন।দিন কয়েক আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির রিপোর্ট দিতে দিল্লি গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বাংলায় এই মুহূর্তে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া দরকার বলে জানিয়ে এসেছিলেন।  বাংলা সফরে অবধারিতভাবে উঠল বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির প্রশ্ন। নিউটাউনের পাঁচতারা হোটেলে সাংবাদিক বৈঠকে এই প্রশ্নের জবাবে তিনি স্মিত হেসে বললেন, ‘৩৫৬ ধারা জারির আর দরকার হবে না, ততদিনে সরকারই বদলে যাবে।এপ্রিলে এমনিতেই চলে যাবে তৃণমূল সরকার।’ অমিত শাহ বললেন, ‘এ রাজ্যে এখন তিনটি আইনের শাসন চলছে। ভাইপোর জন্য আইন, ভোটব্যাংকের জন্য আইন এবং তারপর সাধারণ মানুষের জন্য আইন।’