দীপাবলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে আবহাওয়া শুকনো থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। তবে আপতত তাপমাত্রা কমার আশা নেই। কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২১-২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকছে। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রির মতো বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির বেশি রয়েছে। দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ১৬-১৮ ডিগ্রির আশপাশে থাকছে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, তাপমাত্রা এখনই বিশেষ কমবে না। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, পশ্চিম হিমালয় এলাকায় একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে। ওই ঝঞ্ঝার প্রভাবে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ প্রভৃতি রাজ্যে আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা থাকছে। ঝঞ্ঝা সক্রিয় থাকলে উত্তুরে হাওয়া আসতে পারে না। ফলে তাপমাত্রা বাড়ে। ঝঞ্ঝা সরে গেলেই পশ্চিমবঙ্গ, বিহারের মতো পূর্ব ভারতের রাজ্যগুলিতে কমবে