কলকাতা

রাজ্যে আরও ৩টি মেডিক্যাল কলেজ হবে, জানালেন মুখ্যমন্ত্রী

নিয়োগ নিয়ে মামলার ফাঁস প্রসঙ্গে উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শুক্রবারও বিধানসভায় চিকিৎসক ও নার্সের অভাব প্রসঙ্গে উল্লেখযোগ্য মন্তব্য করলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নিয়োগ করতে গেলে কেস ঠুকে দিচ্ছে। তবু সমস্ত শূন্য পদ পূরণ করা হবে।” মতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বলেন, রাজ্যে তিনটি মেডিক্যাল কলেজ হবে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (PPP) মডেলে তা গড়ে তোলা হবে বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে, ২০২২-২৩ সালের মধ্যে রাজ্যে ১৬ হাজার সুস্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা, মন্তব্য মমতার। একইসঙ্গে দশ আশার আশাকর্মী নিয়োগ করা হবে, বিধানসভায় জানান মমতা বন্দ্যোপাধ্যায়।