দেশ

নাগরিকত্ব আইন নিয়ে কোনও রকম পুনর্বিবেচনার প্রশ্নই ওঠে না, জানাল কেন্দ্রীয় সরকার

বুধবার কেন্দ্রীয় সরকার রাজ্যসভায় সাফ জানাল, নাগরিকত্ব সংশোধনী আইন বদলানোর প্রশ্নই ওঠে না। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের সাংসদ আবদুল ওয়াহাবের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, নাগরিকত্ব সংশোধনী আইন সংক্রান্ত বিধি প্রকাশিত হওয়ার পরে যাঁরা নাগরিকত্ব পাওয়ার যোগ্য, তাঁরা আবেদন করতে পারেন। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয় ২০১৯ সালের ১২ ডিসেম্বর। ওই আইন কার্যকরী হয় ২০২০ সালের ১০ ডিসেম্বর। এদিন নিত্যানন্দ রাই লিখিতভাবে জানান, নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী বিধি তৈরি করার জন্য ২০২২ সালের ৯ জানুয়ারি পর্যন্ত সময় চেয়ে নেওয়া হয়েছে। নাগরিকত্ব সংশোধনী আইনে বলা হয়েছে, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে যে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টানরা ভারতে পালিয়ে আসবেন, তাঁরা এদেশের নাগরিকত্ব পাবেন। চলতি বছরের শুরুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, করোনা ঠেকাতে টিকাকরণের কাজ শেষ হলেই ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করা