দেশ

দেশজুড়ে শুরু কোভিডের মকড্রিল

 দেশজুড়ে শুরু হল কোভিডের মকড্রিল। পাঁচ দেশে করোনায়  আচমকা বৃদ্ধি এবং ভারতে করোনাকে কেন্দ্র করে আচমকা সঙ্কটজনক পরিস্থিতি তৈরি হলে যুদ্ধকালীন তৎপরতায় কীভাবে তার মোকাবিলা করা যাবে, সেটা হাতে-কলমে খতিয়ে দেখতে মঙ্গলবার সকাল থেকে দিল্লি সহ সব রাজ্যে শুরু হয় করোনার মকড্রিল। কেন্দ্রের নির্দেশে ইতিমধ্যেই বিমানবন্দরগুলোতে করোনা পরীক্ষা শুরু হয়েছে।  বিমানবন্দরে কড়া নজরদারি পাশাপাশি সব রাজ্যকে সতর্ক করে দেওয়া হয়েছে। দেশজুড়ে হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলোতে মক ড্রিলের নির্দেশ দেওয়া হল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয় মঙ্গলবার সকালে দিল্লির সফদরজং হাসপাতালে যাবেন। সেখানে মক ড্রিল ঠিকঠাক চলছে কি না তার দেখবেন। সোমবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের চিকিৎসকদের সঙ্গে বৈঠকের পর স্বাস্থ্যমন্ত্রী বলেন, অতিমারি মোকাবিলায় আমাদের পূর্ব অভিজ্ঞতার উপর ভিত্তি করে একাধিক পদক্ষেপ নিতে চলেছি। কাল (মঙ্গলবার) থেকেই দেশজুড়ে শুরু হচ্ছে মক ড্রিল।  প্রত্যেক জেলায় কোন কোন স্বাস্থ্যকেন্দ্র চালু রয়েছে, ক’টি আইসোলেশন বেড রয়েছে, অক্সিজেনের সুবিধা যুক্ত বেড ক’টি, আইসিইউ, ভেন্টিলেটর বেড এবং সেই সঙ্গে চিকিৎসক, নার্স, প্যারামেডিক, আয়ুষ চিকিৎসক, প্রথমসারির কর্মী, আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী, সমস্ত প্রয়োজনীয় দিকগুলো খতিয়ে দেখা হবে মক ড্রিলে।