কলকাতা পুজো

পুজোর ক্লাবগুলির অনুদান নিয়ে তৃতীয় জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বছরও রাজ্যের ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা প্রদান ও বিদ্যুৎ বিলে ৬০ শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেন গত ২২ তারিখের সভা থেকে। সেদিন কলকাতা ও রাজ্যের পুজো কমিটি গুলির সঙ্গে ছিল তাঁর বৈঠক। মুখ্যমন্ত্রীর সেই ঘোষণার পরে পরেই আশঙ্কা দানা বেঁধেছিল যে এই বিষয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হতে পারে। হয়েওছে তাই। এক আধটা নয়, তিন তিনটে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালেই তৃতীয় মামলাটি দায়ের হয়েছে। আগামীকাল অর্থাৎ শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। মহার্ঘ ভাতা না দিয়ে কেন অনুদান, এই প্রশ্ন তুলেই মামলা দায়ের হয়েছে। এই অনুদান কোন বৃহত্তর জনস্বার্থে লাগবে? অবিলম্বে রাজ্যকে এই সিদ্ধান্ত প্রত্যাহারের নির্দেশ দিক আদালত। এমনই আবেদন জানিয়ে, হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মামলাকারী। তবে বিষয়টি নিয়ে রাজ্য প্রশাসনে উদ্বিগ্নতা ছড়িয়ে পড়লেও বাংলার শাসক শিবির মোটেও উদ্বিগ্ন নয়।